ছবি: এএফপি |
সুইডেনের একটি শপিং মলে বন্দুকধারীর হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা
এএফপি এসব তথ্য জানিয়েছে।পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে গতকাল শুক্রবার এম্পোরিয়া শপিং মলে হামলা চালান বন্দুকধারী। এ ঘটনায় এক পুরুষ ও এক নারী গুলিবিদ্ধ হন। তাঁদের হাসপাতালে ভর্তির পর একজনের মৃত্যু হয়।
আহত নারী এখন চিকিৎসাধীন।প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শপিং মলের মানুষের ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়েছে ওই সন্দেহভাজন। তবে পুলিশ এ তথ্য নিশ্চিত করেনি।এর আগে গত জুলাই মাসে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হন।
মালমো থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার।এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়, মালমো শহরে বন্দুকধারীর হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে না তারা। পুলিশের ধারণা, এটি অপরাধী চক্র–সংশ্লিষ্ট বিচ্ছিন্ন ঘটনা।