বর্তমান সময় ডোমেইন হোস্টিং ব্যবসায় । ব্যবসা করা সহজ হয়েছে তবে ব্যবসায় রক্ষানাবেক্ষন ঠিকে থাকা লোকের অভাব । উদ্দোক্তার ধৈর্য্য শুক্তি কম ফলে, যার প্রভাব পড়ে , কাষ্টমারের উপর ডোমেইন হোস্টিং কিনার পর মাস দুই- এক যাওয়ার পর প্রতারনার সম্মুখীন হতে হয় । এতে কাষ্টমারের সপ্ন ও কষ্ট বিপলে যায়।
এই সব প্রতারনা হতে রক্ষার জন্য আজকে আমি আপনাদের মাঝে বাংলাদেশের সেরা কিছু প্রতিষ্ঠানের নাম উল্লেখ্য করব । যে সব প্রতিষ্ঠান থেকে ডোমেইন হোস্টিং কিনলে প্রতারনা কম হওয়ার সম্ভাবনা থাকে ।
১) exonhost.com
2) Hostever.com
3) itnuthosting.com
4) webhostbd.com
5) xeonhost.com
6) dianahost.com
7) CyberDeveloperBD.com
8) Dhakawebhost.com
9) ebnhost.com
10) paeap.com
এছাড়া আরও কোম্পানি আছে- তারপর ও আপনারা তাদের হেল্প লাইনে ভালোভাবে জেনে সার্ভিস গ্রহন করুন ।
মনে রাখবেন একটি ডোমেইন হলোঃ একটি প্রতিষ্ঠান – অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের সকল ডকুমেন্ট -একটি ডোমেইন হোস্টিং কোম্পানির অধিনে থাকে । এটি হতে পারে আপনার খুব মূল্যবান । আগে থেকে সাবধান হতে হবে ।
ডোমেইন হোস্টিং ফাঁদ কী ?
বর্তামানে নতুন নতুন কোম্পানি খুলবে তাদের অবিশ্বাস্য অফারে- পা -দিলে আপনার ভবিষ্যত শেষ । তাড়া ফেইসবুক এ খুব কম মূল্য দিয়ে হোস্টিং অফার করবে । এই ধরনের ব্যবসাহিক থেকে আপনারা সাবধান ।
ডোমেইন হোস্টিং এর জন্য কিভাবে কোম্পানি বিশ্বাসী মনে করব ?
উত্তরঃ হ্যা এমন প্রশ্ন মনে আসবে স্বাভাবিক -প্রথমে আপনি যা করবেন কোম্পানির কত বছে যাবৎ ব্যবসা করতেছে – চেক করতে হবে । তাদের পেইজ রেভিউ দেখতে হবে । গুগুল ম্যাপ রেভিউ দেখতে হবে । কোম্পানির নাম স্কিন সট দিয়ে ফেইসবুক এ ডোমেইন হোস্টিং গ্রুপ এ পোষ্ট করবেন ।
বাংলাদেশে আপনার Domain hosting service নামের একটি গ্রুপ আছে ঔই খানে এড হয়ে পোষ্ট করবেন । তারপর ওইখানে বাংলাদেশের সেরা কিছু হোস্টিং প্রোভাইডার আছে তাদের কাছ থেকে হেল্প পাবেন আশাবাদ ।
আরো ভালো করে জানতে হলেঃ bgd.com.bd সাইটে ভিজিট করে জানুন ।
ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে আসবো ভালো থাকবেন ।