ফরিদপুরের মধুখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে মধুখালী পৌরসভার একটি মহল্লায় ওই কিশোরীর বাড়িতে অভিযান চালিয়ে এ বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। ৫০ জন যাত্রী নিয়ে মধুখালীর পরীক্ষিতপুর থেকে বরের আসার কথা ছিল। এজন্য রান্নাও করা হয়।
তবে তার আগেই ইউএনও অভিযান চালিয়ে বন্ধ করে দেন এ বাল্যবিবাহের আয়োজন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরি বলেন, এই বাল্য বিবাহ সম্পর্কে জানতে পেরে স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে বিয়ের আয়োজন বন্ধ করা হয়েছে। তিনি বলেন,
এ সময় তিনি কিশোরীর মাকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দিয়ে এসেছেন। ওই কিশোরীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করা হবে না- মর্মে মেয়ের মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ ব্যাপারে নজরদারি করার জন্য স্থানীয় কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়।
এই বিষয়ে মধুখালী পৌরসভার কাউন্সিলর মির্জা আব্বাস বলেন,কিশোরীটির বাবা প্রবাসী। ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহটি বন্ধ করা হয়েছে এবং বয়স না হওয়া পর্যন্ত বিবাহ না দিতে বলা হয়েছে।