কিছুদিন আগে নোরা ফতেহি (Nora Fatehi) যথেষ্ট সমালোচিত হয়েছিলেন নেটদুনিয়ায়। তাঁর একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে তাঁকে দেখা গিয়েছিল
একটি শাড়ি পরে শুটিং ফ্লো’রে ঢুকতে।ওই শাড়িটি ধরেছিলেন তাঁর বডিগার্ডরা যা অত্যন্ত দৃষ্টিকটু লেগেছিল নেটিজেনদের কাছে। তবে নোরা কোনো সমালোচনাতেই দমে যান না।
বরং তাঁর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ভাইরাল হওয়া ভিডিওতে নোরার পরনে রয়েছে নিওন হলুদ রঙের একটি নি- লেংথ ড্রেস। ড্রেসটি প্রকৃতপক্ষে, একটি করসেট ড্রেস। ড্রেসটির শোল্ডার ডিটেলিং নজরকাড়া। ড্রেসটি ব’ডি’ক’ন
হওয়ার কারণে ফুটে উঠেছে নোরার কার্ভ।এই পোশাকের সাথে একই রঙের স্টিলে’টো পরেছেন নোরা। হাতে নিয়েছেন সবু’জাভ সোনালি রঙের একটি ব্যাগ। বর্তমান ট্রেন্ড মেনে মিনিমাল মে’কআপ করেছেন নোরা।