আজকে থিমস আপলোড করার নিয়ম ?
থিমস কী ?
ওয়েবসাইট এর মূল হলো থিমস । আপনি যদি একটি দোকানের দিকে থাকান , তাহলে দেখবে দোকান কত সুন্দর করে সাজানো এটি মুলত কাষ্টমার এর কাছে যাতে সুন্দর লাগে , সে জন্য সুন্দর করে সাজানো হয়েছে । এখন মনে প্রশ্ন আসতে পারে , দোকার আর থিমস কি এক – আমার কাছে মনে হয় এক… কারন একটি থিমস ও আপনার ওয়েবসাইট কে তদরুপ সুন্দর করে সাজানো হয় । যতে করে কাষ্টমার আপনার সাইট কে দেখতে খুব ভালো লাগে ।
থিমস হলো একটি সাইটের ডিজাইন ,
থিমস প্রকার ভেদ : আমার জানা মতে ৩ প্রকার, তবে আরও বেশি ও হতে ।
১ /ব্লগ থিমস
২/ নিউজ থিমস
৩/ ই-কমার্স থিমস
এই ৩ প্রকার থিমস কে আবার কয়েক ভাবে ভাগ করা যাবে ।
১/ব্লগ থিমস -এটি আপনার কাজের ধরন অনুসারে ভাগ হবে । যেমন-প্রশ্ন মূলক, ট্রাভেলস,রিভিউ, ইত্যাদি ।
২/ নিউজ – বাংলানিউজ,ইংরেজি নিউজ,প্রশু নিউজ,ইত্যাদি ।
৩/ ই-কমার্স -এপিলিয়েট,শপিং ব্লগ,দোকান মেনেজমেন্ট, ইত্যাদি ।
ইত্যাদি আরও বিভিন্ন রকম থিমস আছে ।
Themes CMS কি ?
CMS হলো আপনার থিমস কি ধরনের মাধ্যমে আছে বা তৈরি করা হয়ছে ।
আপনি যদি বাস্তব জিবনে খেয়াল করেন। তাহরে দেখবেন… আমরা কিন্তু সবাই মানুষ, কবে কিন্তু এখানে পার্থক্য হলো, ছেলে মেয়ে এবং রফিক,শফিক,আরিফ ইত্যাদি নাম । এবং ভালো মানুষ, খারাপ মানুষ ।
থেমন এই ভাবে ওয়েবসাইট এ ও অনেক দরনের কোড দিয়ে বিভিন্ন রকম Cms তৈরি করা হয়৷ তবে বেশি জনপ্রিয় হলো WordPress CMS, পৃথিবীর ৭০% সাইট এই CMS দিয়ে সাইট তেরি করে থাকে । কারন এতে খরচ সাশ্রয়ী কম ।
আর অন্য যে সকল Cms আছে ওইগুলি দিয়ে সাইট করলে খরচ অনেক বেশি । এবং সাইটের লোডিং স্পিড অনেক ভালো ।
৩য় পর্বের জন্য অপেক্ষা করুন