ওয়েব সাইট কি ? এটি তৈরি কেন করবেন , বিস্তারিত
ওয়েবসাইট কী?
ওয়েব সাইট হলো একটি অনলাইন ঠিকানা । অর্থাৎ আপনার নাম, বা শপিংমল অথবা আপনার প্রতিষ্ঠান কে অনলাইনে প্রতিস্তাপন করে সেবা দেওয়া কে ওয়েবসাইট বলে। অর্থাৎ ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হয় । ডোমেইন ও হোস্টিং বিষয়ে আপনাদের সামনে ধারনা দিব।
ওয়েবসাইট বলতে কী বুঝ ?
ওয়েবসাইট বলতে আপনার নিজের একটি ঠিকানা অনলাইনে তৈরি করা । এতে বিশ্বের যেকোনো মানুষ আপনাকে সহজে জানতে পারবে। অর্থাৎ আপনি একজন ব্যবসাহিক আপনি চাচ্ছেন আপনার প্রোডাক্ট সাড়া দেশে বিক্রয় করতেন । আপনার ব্যবসাকে সহজ করতে অনলাইনের ভূমিকা অপরিসীম ।
ওয়েবসাইট কি কি প্রতিষ্টানের জন্য তৈরি কর লাগে ?
এই প্রশ্নের সঠিক উত্তর হলঃ ওয়েবসাইট সকল ধরনের কাজে ব্যবহার করা হয় । ওয়েবসাইট তৈরি করতে কি কি ধরকার ?
একটি ওয়েবসাইট তৈরি করতে আপনাকে যা যা ধরকার তা হলঃ-
১) প্রথমে এই বিষয়টি ইউটিউব থেকে শিখে নিন বা একটি কোর্স করে নিন ।
২) প্রথমে আপনি ধরনের সাইট তৈরি করবেন আগে মনে মনে সিলেক্ট করেন ।
এবং নিশের উপর ডিপেন্ট করে পরে ইস্টেব এ যান ।
৩) ডোমেইন + হোস্টিং কিনুন ।
হোস্টিং কিনার সময় খেয়াল রাখতে হবে । আপনার কি ধরনের ওয়েবসাইট করতে চান
কত জিবি খরচ হবে । আপনার সাইট স্পিড কেমন ধরকার সকল কিছু বিবেচনা করে আপনি হোস্টিং কিনবেন । কারন হোস্টিং বিভিন্ন ধরনের হয়ে থাকে ।
৪) একটি থিমস কিনবেন এবং সাইট কাস্টমাইজড করবেন । যদি না পারেন তাহলে ডেভেলপার দিয়ে কাজ করাতে পারবেন । যদি ডেভেলপার লাগে আপনার পরিচিত না, থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ।
পৃথিবীতে ৭০% সাইট wordpress দিয়ে তৈরি
৫) ওয়ার্ডপ্রেস বাদে আর কি ধরনের cms আছে ?
WordPress বাদে ও আরও অনেক ধরনের cms দিয়ে করা যায় । যেমনঃ
Php,laravel, c++,javascript, payton, mango, ইত্যাদি আরও অনেক ধরনের সাইট cms দিয়ে সাইট রান করা যায় । তবে টাকা বেশি লাগবে ।
৬) cms ইনস্টল করা শেষ হলে সাইটের বিভিন্ন ক্যাটগুরি বা পোষ্ট সম্পর্কে ধারনা থাকতে হবে । এতে পোষ্ট করতে সমস্যা হবে না ।
ডেভেলপার যদি না পান তাহলে কী করব ?
আপনি cadecaynon বা themefores
আপনি থিমস পাবেন৷
এ দুইটি সাইট থেকে themes and sources নিষ্চিন্তে কিনতে পারবেন ।
Domain কাকে বলে ?
উত্তরঃ ডোমেইন হল একটি নাম। অর্থাৎ আপনার নিজের নাম বা বা আপনার প্রতিষ্ঠানের নাম ।
যেমনঃ আপনি যদি ইন্টারনেট এ সার্চদেন তাহলে দেখবেন। আপনি যে সম্পর্কে সার্চদিছেন, তার নাম অনুসারে অনেক পেইজ আপনার সামনে আসছে এবং সেখান থেকে আপনি আপনার তথ্য খুজে নিবেন
তারমধ্যে,
যেমন ইভ্যালি, দারাজ,ইউটিউব ইত্যাদি
মূল কথা আপনার নাম কে অনলাইনে প্রতিস্তাপন করা । সেটা ই-কমার্স বা ব্লগ অথবা আপনার কোম্পানি নাম হতে পারে ।
ডোমেইন প্রকার ভেদঃ
আমার জানা মতে ডোমেইন ৩ প্রকার
১) Top Level domain ( TLD)
২) Country Level Domain (Ccld)
3) Sub Domain
চেনার উপায়ঃ
1) Top Level Domain
সারা বিশ্বে সকল যে সকল নাম পাবলিক করা থাকে অথাৎ আপনি চাইলে এই কিনতে পাবেন। মূল কথা এটি extrnation
আপনার ডোমেইন এর শেষে যে এক্টান্সন থাকে…
উদাহরনঃ
Amazon. com
Kornar . com
ezaty . com
2) Country Level domain
এ ডোমেইন মূলত । দেশের নামের সাথে মিল রেখে প্রত্যাক দেশে তাদের নির্দিষ্ট কোড দিয়ে extrnation হিসেবে যোগ করে থাকে ।
যেমনঃ evaly. com. bd
উপরের .bd এটি মূলত কান্টি্র কোড ডোমেইন । এটি কিনতে নিজের দেশের আইডি কার্ড লাগে ।
৩) Sub Domain
সাব ডোমেইন হলঃ একটি ডোমেইন এর সাথে আগে বা পরে বিভিন্ন নাম দিয়ে সাব ডোমেইন তৈরি করা হয় ।
Kowsar.Blogspot.com
অথাৎ আপনার ডোমেইন এর সাথে আপনি কাজের সাবজেক্ট অনুসারে যতখুশি তত সাবডোমেইন তৈরি করবেন ।
যেমনঃ আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন
google .com দিয়ে তারা অনেক সাবডোমেন তৈরি করছে এবং blogger.com এটি গুগুলের প্রতিষ্ঠান এখানে আপনি ফ্রি সাইট তৈরি করতে পারবেন৷
অর্থাৎ ডোমেইন হল – নাম – এটি দোকান, স্থান,প্রতিষ্টান যে কোন নাম হতে পারে ।
২য় ধাপ
হোস্টিং
হোস্টিং কাকে বলে ?
হোস্টিং হলো একটি অনলাইন মেমোরি অথাৎ আপনার ডোমেইন টি অনলাইনে পাবলিক করতে হোস্টিং ব্যবহার হয়৷
হোস্টিং আপনার যত ডকুমেন্ট আছে সকল কিছু অনলাইনে রাখতে হোস্টিং কিনে থাকে
কতটুকু কিনব ?
আপনি কি ধরনের কাজ করবেন । আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিডিও সাইজ অনুসারে মেমোরি লাগবে ।
অথবাঃ ব্লগ করেন তাহলে কম লাগবে
আপনার উপর ডিফেন্ড করে ।
ডোমেইন হোস্টিং কোথায় থেকে কিনব ?
হোস্টিং বাংলাদেশে অনেক আছে। দেশের থেকে কিনলে বিকাশের মাধ্যমে কিনতে পারেনঃ
বাংলাদের বেষ্ট কিছু তালিকাঃ
1) exonhost.. com
2) Paeap..com
3)
অথবা আপনার যদি credit card থাকে তাহলে বেদিশি সাইট থেকে কিনতে পারেন ।
বিদেশি কিছু তালিকা
1) Namecheap..com
2) Hostinger..com
3) amazon host
4) bluehost..com
5) google host
ফ্রি হোস্টিং এবং ডোমেইন কোথায় পাব ?
এডসেন্স কি ?
এডসেন্স এর মালিক google
এডসেন্স হলো একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠান
আপনি আপনার কোম্পানির বিজ্ঞাপন অনলাইনে প্রচার করতে পারবেন ।
অথবা
এডসেন্স দিয়ে আপনার ওয়েবসাইটে এড করে টাকা ইনকাম করতে পারবেন।
৩য় ধাপ
ডোমেইন বিক্রয় কোথায় করব ? ডোমেইন সম্পর্কে ধারনা আলোচনা করি ।
আপনি কম টাকায় ডোমেইন কিনে অধিক দামে ডোমেইন বিক্রয় করে, অধিক টাকা লাভবান হতে পারবেন ।
কারন, বিভিন্ন উৎসবে কোম্পানি গুলি তাদের ডোমেইন কম দামে বিক্রয় করে থাকে, এতে করে আপনি ভালো মানের বেশ কিছু ডোমেইন কিনে বিক্রয় করতে পারবেন ।
প্রিমিয়াম ডোমেইন কি ?
ডোমেইন available হিসেবে প্রথম অবস্থায় থাকে ।
কিন্তু সেটি যখন কাষ্টমার কিনে , তারপর সে ডোমেইন কাষ্টমার যখন মার্কেট প্লেস এ বিক্রয় করার জন্য লিষ্ট করে তাকে প্রিমিয়াম ডোমেইন বলে ।
Domain Make offer কি ?
ডোমেইন যখন কোন কাষ্টমার কিনে বিক্রয় করারর জন্য আবার যেকোনো মার্কেট ফ্লেস এ এড করে এবং একটি ভালো দাম দিয়ে থাকে এবং দাম কমবেশ হতে পারে এতে করে কাষ্টমার ওই ডোমেইন offer করতে পারে ।
Expairdomain কি ?
ডোমেইন কিনে, আপনি যদি পরে রিনিউ না করেন তাহলে ডোমেইন expairdomain এ চলে যাবে । আর expairddomains এ প্রতিদিন ডোমেইন আপডেট হচ্ছে । আপনি ডোমেইন কিনতে চাইলে সেখান থেকে ভালো মানের ডোমেইন পাবেন । চেক করে আপনি কিনতে পারবেন । এতে করে অনেক সময় বাঁচবে , এবং ভালো কিওয়ার্ড ডোমেইন পাবেন ।
ডোমেইন ট্রান্সপার কি ?
ডোমেইন টান্সপার প্রধানত 2 ভাগে হয়ে থাকে ।
যেমনঃ
১) পুশ
2) কন্ট্রোল পেনেল টান্সপার ।
১) পুশ
উত্তরঃপুশ হলো এক এই কোম্পানি আপনি ডোমেইন টান্সপার করবেন অর্থাৎ ধরেন আপনি বর্তমানে নেইমচিপ এ ডোমেইন কিনছেন, কিন্তু বর্তমানে আপনি আপনার বন্ধুর নেইমচিপ একাউন্ট ডোমেইন টান্সপার করতে চান এটি হলো পুশ ।
এতে কোন টাকা খরচ হয় না৷
২) কন্ট্রোল প্যানেল
আপনি আপনার ডোমেইন টান্সপার করে । অন্য কোম্পানি তে চলে যাবেন। মানে আপনার ডোমেইন বর্তমানে namecheap একাউন্ট আছে কিন্তু আপনি চলে যায়তে চান godaddy একাউন্টে এ এটি হলো কন্ট্রোল প্যানেল টান্সপার ।
কন্ট্রোল প্যানেল টান্সপার কোন টাকা লাগে কি ?
হ্যা কোন্ট্রোল প্যানেল টান্সপার করতে, মানে আপনি যে কোম্পানিতে চলে যায়তে চান সে কোম্পানি তে টান্সপার খরচ যত । তত কাটবে তবে বিভিন্ন সময় টান্সপার অফার দেয় কোম্পানি গুলি ।
ডোমেইন টান্সপার হতে কতদিন সময় লাগবে ?
বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের সর্ত আছে, তবে টান্সপার ১-১৫ দিনের ভিতর হয়ে থাকে ।
টান্সপার করলে সাইটে কোন সমস্যা হবে কি?
টান্সপার করার পর আপনার সাইটের কোন সমস্যা হবে না । পূর্বে যেমন ছিল থেমন এই থাকবে ।
ডোমেইন বিক্রয় কোথায় করব ?
আপনার ডোমেইন বিক্রয় করতে চান ।
অবশ্যই ডোমেইন বিক্রয় করতে পারবেন ।
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে তেমন বিক্রয় কেন্দ্র নাই , কিন্তু বিদেশি অনেক কোম্পানি আছে ,
যেমনঃ
1) Sedo
2)Afternic
3)Dan
4)Flippa
5)Epik
6)Squad Help
বাংলাদেশে ডোমেইন বিক্রয় করবেন।
তাহলেঃ
dab .com. bd
Bgd . com. bd
আজকে এই পূর্যন্ত থাক আগামিতে অন্য কোন বিষয় নিয়ে কথা বলব ।
সবাই ভালো থাকেন ।